কলকাতার খাঁদঃ দ্যা মারাঠা ডিচ (DITCH OF KOLKATA :THE MARATHA DITCH)

THE MARATHA DITCH


want to read this blog in English? click here

ফারুকশিয়ারের ফরমান অনুসারে বাংলার ৩৮টি গ্রামের অধিকার কোম্পানি পাবার আগেই ১৭৪২সালে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠা বর্গিরা পাঞ্ছেত দিয়ে বাংলায় ঢুকে বাংলা আক্রমণ করে বসলো নষ্ট করে দেওয়া হল অসংখ্য পুঁথি মেরে ফেলা হল অসংখ্য নির্দোষ মানুষ এই অত্যাচার এর খবর এসে পৌঁছল কলকাতা বাসির কানে, বলাহয় ভাগিরথী পেরিয়ে কান্না এসে পৌঁছেছিল কলকাতার কানেও কিন্তু এর হাত থেকে বাঁচার উপায়? পশ্চিম দিকেতো নয় মা গঙ্গা আছে কিন্তু পূর্ব দিকে তো কোন সুরক্ষাই নেই পালানোরও উপায় নেই, মাটি আকরে পড়ে থাকল কলকাতার মুছি, কামার, কুমোর এর মতো সাধারন মানুষ সাথে শেঠ, বসাক-দের মতো ধনপতিরাও


কোম্পানি এক এর পর এক পরিকল্পনা করছে আবার বাতিল করছে, বিলেতে খবর পাঠাছে সাহায্যের জন্য কিন্তু কথায় কী? অবশেষে বাগবাজার ঘাটে এসে দাঁড়াল টাইগ্রেস নামের একটি জাহাজ, জাহাজ থেকে কামান নামিয়ে বসিয়ে দেওয়া হল শহরের সাত যায়গায় এতে মন ভরলনা কলকাতা বাসির, ঠিক হল শহর রক্ষা করবে তারাই- শহর জুড়ে খাদ কাটবে তারা বিস্তার হবে বাগবাজার থেকে প্রায় বৃত্তের মতো পূব দিকে ঘুরে দক্ষিণ দিকে যাবে এই খাদ, চওড়া ৪২গজ লম্বা ৭মাইল হিসাব হল খরচ হবে ২৫০০০ টাকা কোম্পানির কাছ থেকে ধার হিসাবে নেওয়া হল টাকা শুরু হল খাদ কাটা ৬মাস পর খাদ কাটার প্রায় ৩মাইল(বাগবাজার থেকে বেগবাগান পর্যন্ত, অনেকে বলেন টালির নালাটিও এরই অংশ যদিও সেটা সোজা পূবদিকে যায়নি) শেষ খবর এল নবাব আলিবর্দি, মুস্তাফা খান নামক আফগান সেনার সাহায্যে ভাস্কর পণ্ডিত সহ অনেক মারাঠা নেতাকে হত্যা করতে সমর্থ হয়েছে, আর ভয় নেই তবে কেনই বা কষ্ট করা, বন্ধ হয়ে গেল খাদ কাটার কাজ


এবার দেখাদিল উল্টো বিপত্তি এত সুন্দর ফাকা খাদ পেয়ে কলকাতাবাসি শুরু করল আবর্জনা ফেলা লর্ড ওয়েলেসলি কড়া নির্দেশ দিলেন খাদ বোজাও” বড়লাট বললেন ওই খাদের জায়গায় হবে রাস্তা, কিন্তু মাইল খাদ বোজানও কি আর সহজ কথা? তবুও বড়লাটের নির্দেশে শুরুহল কাজ। ১৭৯৯সালে শেষ হল রাস্তা তৈরির কাজ আর ওই রাস্তাই আজকের লোয়ার আপার সার্কুলার রোড আজকের সেই আপার লোয়ার সার্কুলার রোড আজকের AJC & APC ROAD.

তবে বাগবাজারে আজও একটি ছোট্ট রাস্তার নাম আছে মারাঠা ডিচ লেন
পাল লেন কর্ণওয়ালিশ স্ট্রিট এর মাঝখানে অবশিষ্ট ছিল কিছুটা খাদ, বাঙালি পুরুষানুক্রমে সেটাও বুজিয়ে দিয়েছে আবর্জনা ফেলে

বাঙালির আবর্জনাতে তো বঙ্গোপসাগর-ও ভরে যাবে মশাই।।

অজানা কলকাতা টুইটার (ojana Kolkata in twitter) https://twitter.com/KolkataOjana?lang=en

অজানা কলকাতা ফেসবুক পেজঃ https://www.facebook.com/OJANA-Kolkata-351064638888700/?modal=admin_todo_tour




1 comment: