want to read this blog in English? click here
১৪৮৫ তে লেখা
বিপ্রদাসের মনসামঙ্গল এবং ১৫৮০
তে মুকুন্দরামের চন্ডিমঙ্গলে কলিকাতার উল্লেখ আছে। তবে এই কলিকাতা বর্তমান কোলকাতা কিনা তা নিয়ে মতবিরোধ আছে।
সুনিতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই অংশে
শামুকের খোলপচিয়ে চুন তৈরী করা হতো, তাই কলিচুন থেকে কোলকাতার উৎপত্তি।
কোলকাতা বিশেষজ্ঞ পি.নায়ার
বলেছেন ক্যালকাটা হলো কোলকাতার ইংরাজী রূপ। তার মতে প্রায় ৩০০ বৎসর পূর্বে বর্তমান সল্টলেক থেকে হেষ্টিংস
ট্রিট হয়ে প্রিন্সেপ ঘাটের কাছে
এসে একটি খাল গঙ্গার সাথে মিলিত হয়েছিল। এই “খাল-কাটা” থেকে কোলকাতা নাম এসছে।
আবার শোনা যায়,
“কালিকথা” বা “কালিঘাট” থেকে কোলকাতার নামের উৎপত্তি ।
১৬৮৮ সালে ২২শে
জুন জব চারনকের একটি লেখা চিঠিতে এবং ১৬৮৯ সালে চার্লস আইয়ারের, ইলিহু ইয়েলকে লেখা চিঠিতে “ক্যালকাটা” কথার উল্লেখ পাওয়া যায়।
কলকাতা নাম কিভাবে এলো? এই বিতর্ক আজও চলছে। এর মধ্যে থেকে যে কোন
একটিকে
কলকাতার নামকরণের
সুত্র বলে ধরা নেওয়াই যায়।
অজানা কলকাতা টুইটার (ojana Kolkata in twitter) https://twitter.com/KolkataOjana?lang=en
অজানা কলকাতা ফেসবুক পেজঃ https://www.facebook.com/OJANA-Kolkata-351064638888700/?modal=admin_todo_tour
অজানা কলকাতা ফেসবুক পেজঃ https://www.facebook.com/OJANA-Kolkata-351064638888700/?modal=admin_todo_tour
nice topic n I m proud of u
ReplyDeletegood one vai
ReplyDelete